ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনের কাছে রোববার সন্ধ্যা সাতটার কিছুক্ষণ পর গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী ২৬ ডাউন নকশীকাথা ট্রেনের একটি বগী ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বগী ও ইঞ্জিন লাইনচ্যুত হয়ে লাইনের উপর দাঁড়িয়ে থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, নকশীকাথা ট্রেন সাবদাপুর স্টেশনে রেখে মালগাড়ি পাস করে।

মালগাড়ি চলে যাবার পর নকশীকাথা কোটচাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। নকশীকাথা মেইনলাইনে ওঠার সময় পয়েন্ট সরে যাবার কারণে এ
লাইনচ্যুতির ঘটনা ঘটে। মেইন লাইনের ওপর এ লাইনচ্যুতির ফলে ঢাকাগামী সুন্দরবন ও আন্তঃনগর সীমান্ত ট্রেন চলাচল ব্যাহত হবে।

রাত সাড়ে ১০টায় স্টেশনমাস্টার জানান, খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।

তাতে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে প্রায় আটঘণ্টা সময় লাগতে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)