যেসব খাতে ৫৩ লাখ টাকা খরচ করবেন তাপস

যেসব খাতে ৫৩ লাখ টাকা খরচ করবেন তাপস

অনলাইন ডেস্ক

দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ভোটে ৫৩ লাখ টাকা খরচ করতে চান। তিনি ভোটের ব্যয়ের পুরো টাকাই নিজস্ব আয় থেকে ব্যয় করবেন। এর মধ্যে ৪ লাখ পোস্টার ছাপতে খরচ হবে ১২ লাখ টাকা।  

এ ছাড়া সাড়ে ৪ লাখ টাকায় তিনি সাড়ে ৪ লাখ লিফলেট এবং সাড়ে ৭ লাখ হ্যান্ডবিল ছাপবেন।

৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় দেড় হাজার ব্যানার এবং ১ লাখ ২১ হাজার টাকায় ৩৭৫টি ডিজিটাল ব্যানারে প্রচারের ব্যবস্থা করবেন। মাইকিংয়ে খরচ করবেন ৪ লাখ ৬০ হাজার টাকা।  

কেন্দ্রীয় অফিস ও ২৪টি নির্বাচনী ক্যাম্প মিলিয়ে ২ লাখ ১৪ হাজার, যাতায়াতে ১ লাখ ৪০ হাজার, ঘরোয়া বৈঠক ও সভায় ৩ লাখ ৫০ হাজার এবং পথসভায় ৭ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে বলে ধারণা দিয়েছেন তাপস।  

এ ছাড়া পোর্ট্রেট তৈরিতে ৭২ হাজার, প্রতীক তৈরিতে ১ লাখ ৫০ হাজার, অফিসে আপ্যায়নে ৯৬ হাজার, কর্মীদের জন্য ১ লাখ, গণমাধ্যমে প্রচারে ১ লাখ ৫০ হাজার এবং বিবিধ খাতে ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা সম্ভাব্য খরচ দেখিয়েছেন তিনি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল