হাসির খোরাক উর্বশী

হাসির খোরাক উর্বশী

অনলাইন ডেস্ক

এবার ‘কপি-পেস্ট’ করার অভিযোগে হাসির খোরাক হতে হলো উর্বশী রাউটেলাকে। শাবানা আজমির দুর্ঘটনা নিয়ে টুইট করতে গিয়ে নেটিজেনদের ট্রোলের স্বীকার হতে হলো উর্বশীকে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাককে ওভারটেক করতে যায় শাবানার গাড়ি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কায় অভিনেত্রীর মুখে ও মাথায় চোট লাগে।

আহত শাবানা আজমির ছবি শেয়ার হয় সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে।

শাবানা আজমির দুর্ঘটনার পর গোটা দেশ থেকে তাঁর আরোগ্য কামনা করা হয়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হয় তাঁর জন্য।

এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে শনিবার টুইট করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার জানায়, শাবানা আজমির দুর্ঘটনার ব্যাপারে শনিবার মোদী টুইট করেন রাত সোয়া ৮টার দিকে। তাঁর টুইটের সেই কথাগুলো হুবহু টুইট করেন অভিনেত্রী উর্বশী রাউটেলা। প্রধানমন্ত্রীর টুইয়ের প্রায় পাঁচ ঘণ্টা পর রাত একটা ১৭ মিনিটে এ পোস্ট দেওয়া হয়। প্রধানমন্ত্রী এবং উর্বশীর টুইটে কমা, দাঁড়িরও পার্থক্য নেই।

বিষয়টি জানাজানি হওয়াতে নেটিজেনরা সরব হয়ে ওঠেন। তারা একের পর এক কমেন্ট করতে শুরু করেন উর্বশীর পোস্টে। সেখানে ‘কপি-পেস্ট’ করার অভিযোগ কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

এক টুইটার ইউজার লিখেছেন, কপি না করে আপনি প্রধানমন্ত্রীর পোস্টটি রিটুইট করতে পারতেন।

এদিকে নেটিজেনদের সমালোচনার জবাব দেননি উর্বশী রাউটেলা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর