৯৪টি স্বর্ণের বারসহ তিনজন আটক

৯৪টি স্বর্ণের বারসহ তিনজন আটক

রিপন হোসেন, যশোর প্রতিনিধি

যশোরের নতুনহাটে ১০ কেজি ৯৩৫ গ্রাম ওজনের ৯৪টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চোরাকারবারীদের আটক করা হয়। তার হলেন- মো. জাহিদুল ইসলাম (৩৮), মো. ইয়াকুব আলী (২৮) ও মো. দেলোয়ার হোসেন।

অভিযানে যশোর আরআইবির ব্যুরো চিফ লে. কর্নেল সাইফুল ইসলাম, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) লে. কর্নেল মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

যশোরের ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: সেলিম রেজা জানান, বিজিবি’র সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গত রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৪৩-৪২২৯) তল্লাশি চালায়।

এসময় তারা প্রাইভেট কারটি থেকে ৯৪ পিস সোনার বার উদ্ধার করে। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য ছয় কোটি ষাট লাখ টাকা বলে জানান ৪৯ বিজিবির অধিনায়ক।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর