দিনাজপুরে চলছে মৃদু শৈত্য প্রবাহ
বেড়েছে শীত

দিনাজপুরে চলছে মৃদু শৈত্য প্রবাহ

দিনাজপুর প্রতিনিধি

উত্তরবঙ্গসহ দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। কয়েকদিন আবহাওয়া অনেকটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করে আজ তাপমাত্রা কমেছে লক্ষ্য করার মত। সে করণে শীত বেড়েছে এ জেলায়।  

আজ মঙ্গলবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস।

ঘন কুয়াশা ও বাতাসের কারণে ঠান্ডা প্রয়োজনের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। ভোরে বেশ কুয়াশা লক্ষ করা গেছে দিন বারার সাথে সাথে কুয়াশা কিছুটা কটলেও সারাদিন মেঘলা আকাশের কারনে সূর্যের মুখ দেখা যাচ্ছেনা।  

পাশাপাশি মৃদু বাতাসে কারণে জনজীবনে নেমেছে ভোগান্তি। এদিকে ঠান্ডা উপেক্ষা করেই কর্মজীবি মানুষেরা ছুটছে কাজে।

শীতে সবচেয়ে বিপাকে রয়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উত্তরবঙ্গের কয়েকটি জেলাসহ দিনাজপুরের ওপর দিয়ে বইয়ে মৃদু শৈত্য প্রবাহ। যা দুই একদিনে মাঝারি শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। সে সময় তাপমাত্রা কমে গিয়ে ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় নামার সম্ভাবনা রয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল