মুক্তিযোদ্ধার মুখে রণাঙ্গনের গল্প শুনল শিক্ষার্থীরা

মুক্তিযোদ্ধার মুখে রণাঙ্গনের গল্প শুনল শিক্ষার্থীরা

রিপন হোসেন, যশোর প্রতিনিধি

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। শিক্ষার্থীদেরও আগ্রহ নিয়ে মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের কাহিনী জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করে নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশকে ভালোবাসতে হবে।

কাজে-কর্মে, চিন্তা-চেতনায় দেশপ্রেম থাকতে হবে। মুক্তিযুদ্ধের গল্প শোনাতে এসে যশোর শহরের বেজপাড়া মুক্তিযুদ্ধ পাঠাগার চত্বরে শিক্ষার্থীদের উদ্দেশে এমন কথা বললেন- কিশোর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু।

মুজিববর্ষ উপলক্ষে যশোর মুক্তিযুদ্ধ পাঠাগার যুব ফোরম আয়োজন করে ‘মুক্তিযোদ্ধা দেখো, মুক্তিযুদ্ধের গল্প শোনো’ এই অনুষ্ঠানের। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি রুকুনউদ্দৌলাসহ অন্যান্যরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর