দেশের টাকা আত্মসাৎ করে কানাডায় বসবাস, প্রতিবাদে মানববন্ধন

দেশের টাকা আত্মসাৎ করে কানাডায় বসবাস, প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে লোপাট করা টাকা নিয়ে কানাডায় বসবাসরতদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রবাসীরা। এর প্রতিবাদ জানাতে টরেন্টোর ডেনফোর্থে গতকাল (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এক মানববন্ধনের আয়োজন করা হয়। সেই সঙ্গে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

news24bd.tv

বেসিক ব্যাংকসহ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণের টাকা আত্মসাৎ করে কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী কানাডায় বসবাস করছেন, এমন খবর বাংলাদেশের পত্রিকায় প্রকাশিত হলে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

news24bd.tv

প্রবাসী বাংলাদেশিরা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে বয়কটের দাবি জানিয়ে সামাজিক আন্দোলনের পাশাপাশি এ ব্যাপারে কানাডা সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

news24bd.tv

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)