মৃত্যুর ১১৩ দিন পর দুই দিনে ৪ লাশ উত্তোলন

মৃত্যুর ১১৩ দিন পর দুই দিনে ৪ লাশ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রেকটিফাইড স্পিরিট সেবনে ছয়জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত ছাড়া দাফন করা চার ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

news24bd.tv

মঙ্গলবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল খালেক (৭১) ও বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের ওমর ফারুক লিটনের (৫০) পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।

এ নিয়ে গত দুই দিনে চারজনের লাশ উত্তোলন করা হয়েছে।

news24bd.tv

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের (২৬ সেপ্টেম্বর) রাতে ও পরের দিন সকালে বসুরহাট পান বাজারসংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে একে একে ছয়জনের মৃত্যু হয়।

এ ঘটনায় রফিক হোমিও হলের মালিক সৈয়দ জাহেদ উল্যাহ
(৬৫) ও তার ছেলে সৈয়দ মিজানুর রহমান প্রিয়মকে (২৯), ( ২৮ সেপ্টেম্বর) গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ।

পরে স্থানীয় শাহজাহান সাজু নামে এক ব্যক্তি রফিক হোমিও হলের মালিক ও তার ছেলেকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ময়নাতদন্ত ছাড়া দাফন করায় তাদের মৃত্যুর ১১৩ দিন পর চারজনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান, কোম্পানীগঞ্জ থানার (এসআই) মো. আনোয়ার হোসেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর