আজ পদ্মায় বসছে ২২তম স্প্যান, বাকি আরও ১৯

আজ পদ্মায় বসছে ২২তম স্প্যান, বাকি আরও ১৯

অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বসানো হচ্ছে পদ্মা সেতুর ২২তম স্প্যান।  ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি বসে গেলে সেতুর তিন হাজার ৩০০ মিটার দৃশ্যমান হবে।

এ নিয়ে সব প্রস্তুতি শেষ। এটি সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিলারের ওপর বসানো হবে 'স্প্যান আইডি-১ঊ'।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে আসার কথা রয়েছে।

এসব তথ্য জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি বলেন, আগামী শনিবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু ওই দিন চায়নিজ নিউ ইয়ার থাকায় এ তারিখ দুই দিন এগিয়ে আনা হয়েছে।

কারণ পদ্মা সেতুতে অনেক কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মী চীনের।

আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে বৃহস্পতিবারই স্প্যানটি পিলারের ওপর বসানো হবে। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি বসে গেলে সেতুর তিন হাজার ৩০০ মিটার দৃশ্যমান হবে। ৬.১৬ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিয়ার। এর মধ্যে ৩৬টি পিয়ার শেষ হয়েছে। সেতুতে ৪১টি স্প্যান বসবে। যার ২১টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।

মূল সেতু নির্মাণ করছে চীনের চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন। নদীশাসনের কাজে নিয়োগ করা হয়েছে চীনের সিনোহাইড্রো করপোরেশনকে। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর