বিশাল ‘পানপাতা’ মাছটি বিক্রি হলো ৮০ হাজার টাকায়

বিশাল ‘পানপাতা’ মাছটি বিক্রি হলো ৮০ হাজার টাকায়

অনলাইন ডেস্ক

এবার ভৈরবের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ল ৮ মণ ওজনের ‘পানপাতা’ মাছ। ভৈরবের জেলে কাজল মিয়া আর গনি মিয়ার জালে ধরা পড়া ওই মাছ মঙ্গলবার রাতে ভৈরবের আড়তে ৪৫ হাজার টাকায় বিক্রি হয়।

ভৈরবের জেলে কাজল মিয়া আর গনি মিয়া জানান, মঙ্গলবার সকালে মাছ শিকারে মেঘনা নদীতে নৌকা নিয়ে বের হই। দুপুর পর্যন্ত কোনো বড় মাছ জালে ধরা পড়েনি।

বিকেলে আশুগঞ্জের কাছে নদীতে জাল ফেললে টানার সময় জোর লাগছিল। পরে জাল তুলে দেখি পানপাতা মাছ। তারপর অনেক কষ্টে মাছটি নৌকায় তোলা হয়; তখন খুশি লাগছিল।

এরপর সন্ধ্যায় মাছটি আশুগঞ্জ বাজারে নেওয়া হলে সেখানে ক্রেতা ছিল না মাছটি কেনার।

পরে মাছটি রাতে ভৈরবের নৈশ মাছ আড়তে নিয়ে নেওয়া হয়। ওজনে ৮ মণ হয়। মাছ দেখে মানুষের ভিড় জমে যায়। তারপর বাজারের ক্রেতা পারভেজ মাছটি ৪৫ হাজার টাকা দামে কিনে নেন।

বিক্রেতা পারভেজ মিয়া জানান, এত বড় মাছের ক্রেতা নেই। মাছটি কেটে টুকরো করে ৩০০ টাকা কেজিতে বিক্রি করেছি। এতে ৮০ হাজার টাকা বিক্রি হয়েছে।

ভৈরব নৈশ মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান জানান, ‘পানপাতা’ মাছ একটি বিরল প্রজাতির মাছ। এ মাছ এখন বিলুপ্তির পথে। মেঘনায় এ মাছ এখন দেখা যায় না।

উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান জানান, সাগরের সংযোগস্থল মেঘনায় হয়তো ভুল পথে মাছটি এসে পড়েছে। এর আগে গত ১৫ নভেম্বর মেঘনায় ধরা পড়েছিল ৭ মণ ওজনের পানপাতা মাছ।

আরও পড়ুন: বড়শিতে উঠল ৬ মণ ওজনের মাছ!

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর