বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি দেখে নিন

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি দেখে নিন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে কোনও ফ্লাইট না থাকায় কাতার বা দুবাই হয়ে পাকিস্তান যাওয়া লাগত বাংলাদেশ দলের। এতে সময়ের সঙ্গে বাড়ত ঝক্কি-ঝামেলাও।

সেই ঝামেলায় না পড়তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুঁজে নেয় সহজ পথ। বিশেষ বিমানে (চার্টার্ড ফ্লাইট) করেই বুধবার সন্ধ্যায় দেশ ছাড়ে বাংলাদেশ দল।

আগামীকাল বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল। পরের দিন ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ ২৫ ও ২৭ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়

তারিখ

বার

সময়

ভেন্যু

২৪ জানুয়ারি

শুক্রবার

বিকাল ৩টা

লাহোর

২৫ জানুয়ারি

শনিবার

বিকাল ৩টা

লাহোর

২৭ জানুয়ারি

সোমবার

বিকাল ৩টা

লাহোর

বাংলাদেশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আম্মাদ বাট, হারিস রৌফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল