‘চীন ভালো বন্ধু’ তাই উইঘুরদের নিয়ে ‘চুপ’ ইমরান

‘চীন ভালো বন্ধু’ তাই উইঘুরদের নিয়ে ‘চুপ’ ইমরান

অনলাইন ডেস্ক

চীন ভালো বন্ধু। বিপদে পাশে দাঁড়ায়। তাই কখনোই চীনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলবেন না। চীনে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার উইঘুর মুসলমানদের বিষয়ে বলতে গিয়ে এমন মন্তব্যই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে কাশ্মীরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে বারবার প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।

জার্মান টেলিভিশন ‘ডয়েচে ভেলে’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কাশ্মীর ইস্যু নিয়ে একের পর এক অভিযোগ করেছেন ইমরান খান।

ইমরান খান বলেন, এটা খুবই স্পর্শকাতর ইস্যু। তাই চীনের সঙ্গে উইঘুর ইস্যু নিয়ে আলোচনাটা এড়িয়ে যেতে চায় ইসলামাবাদ।

কাশ্মীরে যা ঘটছে আর তার মাত্রা যতটা, সেই নিরিখে চীনে উইঘুরদের ওপর অত্যাচারের অভিযোগের কোনো তুলনাই হয় না।

তিনি আরো বলেন, চীন আমাদের খুব ভালো বন্ধু। নানা সময়ে আমাদের অর্থনীতির বিপদে–আপদে, দুর্দিনে চীন আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই এটা আমাদের কাছে খুব স্পর্শকাতর বিষয়। ফলে এটা আমরা তুলতে পারি শুধুই ঘরোয়া আলোচনায়। কিন্তু কখনোই তা নিয়ে প্রকাশ্যে বলাটা আমাদের উচিত হবে না।

চীনে উইঘুর মুসলিমদের প্রতি অত্যাচার নিয়ে এমনিতেই উত্তাল বিশ্ব রাজনীতি। অভিযোগ রয়েছে, চীনে উইঘুরদের ধর্ম পালনে বাধা দেওয়া হয়। তাদের পাঠিয়ে দেওয়া হয় ডিটেনশন ক্যাম্পে। ভয় বা প্রলোভন দেখিয়ে উইঘুরদের ধর্মান্তরিত করতে বাধ্য করা হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর