শাজাহান খান সভাপতি নির্বাচিত, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
মাদারীপুর সড়ক শ্রমিক ইউনিয়নের নির্বাচন

শাজাহান খান সভাপতি নির্বাচিত, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

আচমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজে মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন চলছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে ২১ পদের সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ২০টি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা রয়েছে বলে দাবি নির্বাচন, সংশ্লিষ্টদের।

প্রধান নির্বাচন কমিশনার মোশারফ হোসেন জানান, মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে আগামী তিন বছরের জন্যে নেতৃত্ব তৈরির জন্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টি পদে ৪৭ জন প্রার্থী বিভিন্ন পদে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ৩ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ৮টা থেকে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করছে। নির্বাচনে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিচ্ছিন্ন দুএকটি ঘটনা ছাড়া ভালোভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রিজাইটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আচমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক মনি মোহন বৈদ্য।

নির্বাচনে কার্যকরী সভাপতি প্রার্থী ফায়েজুল শরীফ জানান, ‘কোনো প্রকার ভয়-ভীতিহীনভাবে সাধারণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। আমাদের নেতা শাজাহান খান তিনিও চান, ভোটারদের ভোটে নেতা নির্বাচিত হোক, সেমতেই নির্বাচন হচ্ছে। যদি শ্রমিকরা চায়, তাহলে আমিও নির্বাচিত হব। পুলিশ, র‌্যাব, আনছারসহ চার স্তরের নিরাপত্তার বেষ্টিত তৈরি করা হয়েছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর