রাজধানীর একটি বাসা থেকে ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার

প্রতীকী ছবি

র‌্যাবের অভিযান

রাজধানীর একটি বাসা থেকে ১৩ রোহিঙ্গা নারী উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর আফতাবনগর এলাকায় মানব পাচারকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৩ এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম গণমাধ্যমকে জানান, মানবপাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে আফতাবনগরের দুই নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালানো হয়।

ওই বাসা থেকে বিদেশে পাচারের অপেক্ষায় থাকা ১৩ জন রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই কর্মকর্তা।