হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আপিল
ডিএনসিসি নির্বাচন

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আপিল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সীমানা নির্ধারণ সংশ্লিষ্ট জটিলতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির ৩৬টি নতুন ওয়ার্ড কাউন্সিলরের নির্বাচনে হাইকোর্টে দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

নির্বাচন কমিশন সূত্রে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৭ ও ১৮ই জানুয়ারি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের ওপর স্থগিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।  

উল্লেখ্য, গত ৯ই জানুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে উপ-নির্বাচন, নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮ টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ই জানুয়ারি, আর ভোট ২৬ই ফেব্রুয়ারি।

সম্পর্কিত খবর