‘সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন দায়িত্ব পালন করেনি’

‘সিটি নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন দায়িত্ব পালন করেনি’

নিজস্ব প্রতিবেদক

কমিশনের ভেতরেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য তার।

আজ রোববার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অনুষ্ঠিত ৩টি কমিশন সভার কোনটিতেই আচরণবিধি, অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে আলোচনা হয়নি। রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, তা নিয়ে কমিশনে কোনো প্রকার আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষণ দেখা যাচ্ছে না।

এসব অভিযোগের পেছনে যে অসন্তোষ আছে, তা বিস্ফোরিত হলে সিটি নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে না, যা কোনোভাবেই কাম্য নয়।

এদিকে, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকরা স্টিকার নিয়ে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।

তিনি জানান, আসন্ন নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য মোটরসাইকেল ব্যবহার করার জন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

মোটরসাইকেল ব্যবহারকারী সাংবাদিকদের কমিশন থেকে সরবরাহ করা স্টিকার ও কার্ড এবং নিজ অফিসের পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে।

আজ (রোববার) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর