দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ, আহত ৩

দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ, আহত ৩

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেরুন নেসা (রেডিও) সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফীর (ঘুরি) সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ওয়ারী থানার বনগ্রাম জুকিনগর লেনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শান্ত ও রবিন জানান, হামলার শিকার হয়ে প্রথমে তার অবরুদ্ধ ছিল, পরে হাসপাতালে ভর্তি হয়। আহত রবিন শেখ বলেন, আমরা প্রচারনার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একই ওর্য়াডের আওয়ামী লীগের কাউন্সিলর ইমতিয়াজের সর্মথকের ৬০/৭০ জন অতর্কিত হামলা ও গুলি চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

আহতদের চিকিৎসা নিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তিনজন আহত অবস্থায় এসেছে, তাদের চিকিৎসা চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)