ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক মনির জামিনে

ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক মনির জামিনে

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন খুলনার প্রবীণ সাংবাদিক মনির উদ্দিন আহমেদ। সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ জামিন আবেদন মঞ্জুর করেন।

বিবাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক মনির উদ্দিন আহমেদ ঢাকা থেকে প্রকাশিত দ্য নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি।

জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দেন মনির উদ্দিন আহমেদ। ওই ঘটনায় ২০১৯ সালের ২২ অক্টোবর মনির উদ্দিনকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে খুলনা সদর থানার উপপরিদর্শক শরিফুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলা করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, মামলায় তিন মাসের বেশি সময় ধরে সাংবাদিক মনির উদ্দিন কারাগারে রয়েছেন। এছাড়া বয়সের বিবেচনায় জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর