রাঙামাটিতে পাঁচারকালে সেগুন কাঠ উদ্ধার

রাঙামাটিতে পাঁচারকালে সেগুন কাঠ উদ্ধার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে অবৈধভাবে পাঁচারকালে ১৩১ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করেছে যৌথবাহিনী ও বনবিভাগ। যার বাজার মূল্য এক লাখ ৫৭ হাজার ২০০ টাকা। সোমবার সকালে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন বাজার এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ও ঘাগড়া শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির যৌথভাবে অভিযানে নামে।

এসময় রাঙামাটি শহর থেকে একটি কাঠ বোঝায় ট্রাক (চট্টমেট্টো- ট-০৫-০৪৮৭) ঘাগড়া এলাকায় পৌঁছায়। এসময় যৌথবাহিনী ও ঘাগড়া শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তারা ট্রাকটি অবরুদ্ধ করে। পরে ট্রাক চালক
গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময ১৩১সিএফটি সেগুন কাঠ উদ্ধার করেন তারা।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ঘাগড়া শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ট্রাকটি আটক করি। আমাদের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কাঠ উদ্ধার করতে আমরা সক্ষম হই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর