র‌্যাবের হাতে ধরা ভূয়া মেজর

র‌্যাবের হাতে ধরা ভূয়া মেজর

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বাজার থেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী এক ভূয়া র‌্যাব কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। তার নাম মো. রকিবুজ্জামান (৩২)।

আটক রাকিব কালকিনি উপজেলার চরঠেঙ্গামারা গ্রামের মো. মালেকুজ্জামানের ছেলে।

এ সময় র‌্যাবের মনোগ্রাম সম্বলিত একটি প্রাইভেটকার, তিন সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদি, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, একটি মোবাইল ফোন ও দুটি
সীমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাবে প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেপ্তার আসামি মো. রকিবুজ্জামান (৩২) বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও এলাকার সাধারণ জনগণের জটিল সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।

র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমাান্ডর তাজুল ইসলাম জানান, ভূয়া সেনাবাহিনীর মেজর এবং ভূয়া র‌্যাব কর্মকর্তার প্রতারণার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এলাকার সাধারণ জনগণ র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন
টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী রকিবুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর