অজ্ঞাত রোগে তিন শতাধিক মহিষের মৃত্যু

অজ্ঞাত রোগে তিন শতাধিক মহিষের মৃত্যু

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের মেয়াবন এলাকায় এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত দুই মাসে তিন শতাধিক মহিষের মৃত্যু হয়েছে।  

খবর বাংলাদেশের রাজধানী ঢাকা ভিত্তিক মিয়ানমার বিষয়ক সংবাদ সংস্থা নারিনজারা নিউজের। ইউ শাক সু নামের এক স্থানীয় কৃষক জানান, আমরা এই রোগ সম্পর্কে কিছুই জানি না।

তবে মহিষগুলো মারা যাওয়ার আগে কিছু লক্ষণ দেখা যায়।

এগুলো জিহ্বা বের করে কাঁপতে থাকে এবং এগুলোর গলা ও পেট ফুলে যায়।
গ্রামবাসীদের মতে, হেলিকপ্টার থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে একাধিক মহিষের মৃত্যুর পর এই রোগ ছড়িয়ে পড়েছে।
মেয়াবনের ইয়াউ চাউং ওয়ারা থায়া গ্রামের বেশকিছু মহিষ মারা যায় কিন্তু স্থানীয়রা এগুলো মাটিতে পুঁতে ফেলতে পারেননি।

কারণ মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আরাকান আর্মির সদস্যদের সংঘর্ষ চলাকালে বেশির ভাগ গ্রামবাসী বসতবাড়ি থেকে পালিয়ে যান।

ইয়াউ চাউং ওয়ারা থায়া গ্রামের ইউ উইন মাউং নামের একজন জানান, গত ১০ নভেম্বর গ্রামবাসীরা বসতবাড়ি ছেড়ে যাওয়ার পর থেকে মহিষের মৃত্যু শুরু হয়।

নিউজ টোয়েন্টিফোর/কামরুল