করোনাভাইরাস থেকে বাঁচার ১০ উপায়

করোনাভাইরাস থেকে বাঁচার ১০ উপায়

অনলাইন ডেস্ক

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে।

চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশটি ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণ বিধিনিষেধ আরও জোরদার করেছে।

জানা গেছে, সিঙ্গাপুর ও জার্মানিতেও এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। পুরো চীনজুড়ে বেশ কয়েকটি বড় শহর গণপরিবহন ব্যবস্থা স্থগিত করেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯১ জন।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা অনুযায়ী, করোনাভাইরাস জুনোটিক।

অর্থাৎ এ ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এখন আক্রান্ত ব্যক্তির থেকেও অন্য ব্যক্তির শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে বা তার সঙ্গে হাত মেলালেও করোনাভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হলো জ্বর, শ্বাসকষ্ট, কাশি। অসুখ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। করোনাভাইরাস মরণব্যাধি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়।

news24bd.tv

জেনে নিন করোনাভাইরাস থেকে বাঁচার উপায়-

১। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।

২। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন।

৩। প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন।

৪। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।

৫। কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন।

৬। ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন।

৭। ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন।

৮। নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন।

৯। সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

১০। অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে রাখবেন না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর