রাঙামাটিতে ৪ ছাত্রলীগ নেতার পদ স্থগিত

রাঙামাটিতে ৪ ছাত্রলীগ নেতার পদ স্থগিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে চার জেলা ছাত্রলীগ নেতার পদ স্থগিত করেছে সংগঠনটি। মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগ সভাপতি মো. আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার যৌথ স্বাক্ষরিত্ব এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগ সহ-সভাপতি রুপম দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী ও মঈন উদ্দিন শাকিল।

বিবৃতিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা শাখার ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ১৭ (খ) ধারা অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা শাখায় তাদের পদসমূহ স্থগিত করা হলো।

এছাড়া ভবিষ্যতে তাদের যেকোন অসামাজিক, অনৈতিক এবং সংগঠন পরিপন্থী কর্মকান্ডের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা বহন করবে না।  

এ ব্যাপারে রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ বলেন, গত সোমবার রাঙামাটি জেলা শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা বর্তমান ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন ও প্রকাশ চাকমার বিরুদ্ধে অনাস্তা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে।  

একই সাথে ভারপাপ্ত সভাপতি হিসেবে আমার ও সাধারণ সম্পাদক হিসেবে শাকিলের নাম ঘোষণা করেছে। এ সিদ্ধান্তের পর তারা দুইজন একক সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যম কর্মীদের এমন মনগড়া বিবৃতি দিয়েছে।

মূলত কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া তারা কোন নেতাকর্মীর পদ স্থগিত ঘোষণা দিতে পারে না। তাই আমরা এ সিদ্ধান্ত প্রত্যাহার করলাম।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল