বান্দরবানে আগুনে পুড়ল ৭ দোকান

বান্দরবানে আগুনে পুড়ল ৭ দোকান

অনলাইন ডেস্ক

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে বান্দরবানের রোয়াংছড়ি বাজারের সাতটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- লানিংপ্রু মারমা, মো. রাসেল, জাহাঙ্গীর আলম, বাবলু বড়ুয়া, খোকন বড়ুয়া, থুইক্যঅং মারমা, ক্যসাইনু (লুছোঅং) মারমা ও গরাচিং মারমা (মুডি)।

দোকানদাররা জানান, মো. রাসেলের মুরগির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে আরও সাতটি দোকান ও বসতঘর পুড়ে যায়।

রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

বাবলু বড়ুয়া, জাহাঙ্গীর আলম ও থুইক্যঅং মারমাসহ ক্ষতিগ্রস্তরা জানান, সাতটি দোকানে নগদ টাকাসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক টাকার মালামালও বের করতে পারেননি তারা।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের কমান্ডার উচিং মারমা বলেন, আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর