সাংবাদিক কন্যার সাফল্য

সাংবাদিক কন্যার সাফল্য

অনলাইন ডেস্ক

রংপুরের পীরগঞ্জে এক প্রতিভার নাম আফরিন সিথি। শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও সে অপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ স্কাউটস এর ‌‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতায় নৃত্যানুষ্ঠানে প্রথম হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সিথি।

তার বাবা দৈনিক ইত্তেফাকের পীরগঞ্জ প্রতিনিধি ও মা উপজেলার কছিমন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

একমাত্র মেয়ের এমন সাফল্যে খুশি বাবা শাহ মো. সাদা মিয়া ও মা আরজুমান বানু।

সিথির বাবা-মা জানান, পঞ্চম শ্রেণিতে বৃত্তি লাভ করে সিথি। বৃত্তি লাভের পর তার সাফল্য ছিনিয়ে নেওয়ার ইচ্ছা কয়েকগুণ বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় অষ্টম শ্রেণিতেও গোল্ডেন এ প্লাস সহ টেলেন্টপুলে বৃত্তি পায়।

এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে সিথি। এ জন্য সকলের দোয়া চেয়েছেন তার বাবা-মা।

news24bd.tv

শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করেই সিথি থেমে থাকেনি। সে ভালো স্কাউটারও। গানে ও নৃত্যানুষ্ঠানেও পারদর্শী। ইতিমধ্যে এ ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। পুরস্কার পাওয়া তার কাছে যেন ‘ব্যাপারই নয়’।

সবশেষ গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস এর ‌‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতায় নৃত্যানুষ্ঠানে প্রথম হয়েছে সিথি।
সারা দেশের স্কাউটদের অংশগ্রহণে ঢাকার স্কাউটস ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাফল্য নিয়ে কথা হয় সিথির সঙ্গে। সিথি বলে, বাবা-মার অনুপ্রেরণা ও প্রচেষ্টায় আমি সবখানে সফল। আমার সাফল্যের পেছনে তাদের ভূমিকাই আসল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর