ময়মনসিংহে দুটি কোচিং সেন্টার সিলগালা

ময়মনসিংহে দুটি কোচিং সেন্টার সিলগালা

ময়মনসিংহ প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় দুটি কোচিং সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা এ অভিযান পরিচালনা করেন। কোচিং সেন্টার দুটি হচ্ছে কনফিডেন্স এবং ওরাকল কোচিং সেন্টার।

ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করে।  

কিন্তু ওই নির্দেশনা অমান্য করে গাঙ্গিনারপার এলাকায় কনফিডেন্স কোচিং সেন্টার এবং ওরাকল কোচিং সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান খোলা রেখে কোচিং কার্যক্রম চালু রেখেছিল। এই অভিযোগে ওই দুটি কোচিং সেন্টারকে সিলগালা এবং দুইশ টাকা করে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, আইন অমান্য করে কেউ কোনো ছাড় পাবেনা, তাই প্রশাসন তৎপর রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল