ময়লার স্তূপে ব্যাগভর্তি বাংলাদেশি পাসপোর্ট

ময়লার স্তূপে ব্যাগভর্তি বাংলাদেশি পাসপোর্ট

শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে

রাজধানী কুয়ালালামপুরের দামানসারা এমপিআর সিটি মলের একটি রেস্টুরেন্টের পাশের ময়লার স্তূপ থেকে ব্যাগভর্তি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে শরিফুল আলম নামে এক বাংলাদেশি ময়লার ওই স্তূপে ওই ব্যাগটি পান।

ব্যাগের ভেতর ৯০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায় বলে জানান শরিফুল।

জানা গেছে, শরিফুল আলম পাসপোর্ট গুলো বাংলাদেশ হাইকমিশনে নিয়ে গেলে প্রথমে জমা নিতে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এক পর্যায়ে শরিফুলের লিখিত আবেদনের মাধ্যমে পাসপোর্টগুলো জমা নেন তারা।

এ দিকে পরিত্যক্ত শতাধিক পাসপোর্টে কোনো ভিসা পাওয়া না গেলেও মালয়েশিয়া সরকারের দেওয়া রি-হিয়ারিং এর বৈধ প্রকল্পের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাগজপত্র ও মালয়েশিয়া অভিবাসন বিভাগের কাগজপত্র পাসপোর্টের সঙ্গে ছিল।

প্রবাসী শরিফুল আলম জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় একজন নাগরিক রেস্টুরেন্টের ময়লা ফেলার ড্রামে একটি ব্যাগ ভর্তি কিছু ফেলে যাওয়ার দেখতে পান। এসময় তিনি আরেক বাংলাদেশিকে (শরিফুল আলম) রোববার রাতে জানালে সোমবার সকালে ওই ব্যাগটি উদ্ধার করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর