ভোটে যেতে খালেদা জিয়ার শর্ত

ভোটে যেতে খালেদা জিয়ার শর্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশের অবস্থা সবাই জানেন। তাই জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তন অন্য কোনোভাবে নয়, পরিবর্তন আসতে হবে ভোটের মাধ্যমে। তারা (সরকার) বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে চায়।

এসব করে তারা কীভাবে এককভাবে নির্বাচন করবে তার ষড়যন্ত্র করছে। ’ 

এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছয়টি শর্ত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শর্তগুলো তুলে ধরেন।

শর্তগুলো হলো:

১. ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে।

২. ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।  

৩. নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।  

৪. জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে।  

৫. যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।  

৬. ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে।  

সভায় খালেদা বলেন, তারা (সরকার) বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে চায়। আমরা ঐক্যবদ্ধ আছি, এটা হতে দেওয়া হবে না।

এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে মাইনাস করে নির্বাচন হবে? তখন দলের নেতারা সমস্বরে বলে ওঠেন ' না'।

সম্পর্কিত খবর