সীতাকুণ্ডে চীনফেরত দুই ছাত্র হাসপাতালে

সীতাকুণ্ডে চীনফেরত দুই ছাত্র হাসপাতালে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম করোনা ভাইরাস আক্রান্ত কিনা যাচাই করতে চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যাণ্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ নিজেরায় ভর্তি হয়েছেন চীন ফেরত দুই ছাত্র।

গেল বুধবার রাত ১০টার দিকে তারা হাসপাতালটিতে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক এমএ হাসান।  

ওই শিক্ষার্থীরা হলেন, নাঈম উদ্দিন (২৪) ও আশিফুল মাওলা রিহান (২৭)।

আশিফুল মাওলা রিহানের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায়।

নাঈম উদ্দিন, রাউজান উপজেলা গহিরা এলাকায়। তারা গেল বুধবার রাত ১০টার দিকে বিআইটিআইডিতে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই দুই ছাত্রের গায়ে জ্বর নেই।

একজনের সর্দি দেখা দেওয়ায় তারা নিজেরাই হাসপাতালে ভর্তি হয়েছেন।  

তাদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবিতে) পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজকের মধ্যে রিপোর্ট পেলে তারা করোনা ভাইরাস আক্রান্ত কিনা জানা যাবে। তবে ওই দুই শিক্ষার্থীকে আলাদাভাবে রাখা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল