‘ভোটারদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করে তারাই ভয় পাচ্ছে’

‘ভোটারদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করে তারাই ভয় পাচ্ছে’

অনলাইন ডেস্ক

ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সেই সঙ্গে নির্বাচনী প্রচারে নেমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ওপর হামলার নিন্দা জানান তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিটি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সুষ্ঠুভাবে শেষ করা হয়েছে। নির্বাচন কমিশনকে এই নিশ্চয়তা দিতে হবে যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দে ভোট দিতে পারেন।

তাবিথ আউয়াল বলেন, ঢাকা উত্তরের ৫৪ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা বলে জেনেছি তারা সকলেই প্রস্তুত রয়েছেন। ভোটাররাও প্রস্তুত ভোট দেওয়ার জন্য। এখন সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের সব দায়িত্ব নির্বাচন কমিশনের।  

নির্বাচনী প্রচারে নেমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর ওপর হামলার নিন্দা জানান তাবিথ আউয়াল।

তিনি বলেন, তিনি (রিজভী) আমার পক্ষে প্রচারণায় মাঠে মেনেছিলেন। তার ওপর এ ধরনের হামলা তীব্র নিন্দা জানাই। হামলা হলেও তার মনোবল ভালো আছে।

তিনি বলেছেন, যারা ভোটারদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে তারাই মূলত ভয় পাচ্ছে।   

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর