আতিকুল ৩১০, তাবিথ ২১০

আতিকুল ৩১০, তাবিথ ২১০

অনলাইন ডেস্ক

বিক্ষিপ্ত সংঘর্ষ ও সাংবাদিক পেটানোর মধ্য দিয়ে শেষ হলো ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট চলে। দুই সিটিতে ব্যবহার করা হয় ২৮ হাজার ৮৭৮টি ইভিএম সেট।

সকাল ৮টায় দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনের বাইরে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভোটের সময় ঢাকার চিত্র বদলে যায়। চিরচেনা যানজট, মানুষের ভিড় ছিল না। রাস্তা ছিল পুরো ফাঁকা।

এদিকে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে একটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

সেখানে আওয়ামী লীগ আতিকুল ইসলাম পেয়েছেন ৩১০ ভোট। আর বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২১০ ভোট।

আরও পড়ুন: তাপস ১৯০৯, ইশরাক ১১২৪

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর