সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে বিএসএফ’র ছোঁড়া রাবার বুলেটে জামাল উদ্দিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে তার পরিবার দাবি করেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে অবৈধভাবে ভারতীয় সীমান্ত

এলাকা থেকে গরু পাচারের সময় সে গুলিবিদ্ধ হয়।

খবর পেয়ে বিকেল চারটার দিকে কচাকাটা থানা-পুলিশ যুবকের মরদেহ থানায় নিয়ে আসে।

নিহত জামাল উদ্দিন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালাইয়ের চর এলাকার লুৎফর রহমানের ছেলে।

স্থানীয়রা ও নারায়ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, শনিবার ভোরে পাখিউড়া কালাইয়ের চর সীমান্তে আন্তর্জাতিক পিলার ৩৯/৪টি এর কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে আসামের মন্ত্রীরচরে যায় একদল বাংলাদেশি
ডাঙ্গোয়াল (গরু পাচারের রাখাল)। এসময় চোরাকারবারীদের উপস্থিতি টের পেয়ে রাবার বুলেট ছোঁড়ে বিএসএফ।

এতে জামাল উদ্দিন গুলিবিদ্ধ হয়। পরে স্বজনরা গোপনে চিকিৎসা করলেও তাকে বাঁচাতে পারেনি।

প্রথমে স্বজনরা গুলিবিদ্ধ হওয়ার খবর গোপন করার চেষ্টা করে। পরে ১০ ঘণ্টা পর আইনশৃঙ্খলাবাহিনীকে তারা খবর দেয়। খবর পেয়ে কচাকাটা থানা-পুলিশ বিকেলে তার মরদেহ থানায় নিয়ে যায়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বিএসএফ'র গুলিতে জামালের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে কিশোরের মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করেছে।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। জামাল নামের একজন গুলবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তার মরদেহ স্পটে পাওয়া যায়নি। বিএসএফ কিংবা চোরাকারবারীদের গুলিতে সে মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর