চট্টগ্রামে এসআরবি বস্তিতে আগুনে পুড়লো ২ শতাধিক ঘর

চট্টগ্রামে এসআরবি বস্তিতে আগুনে পুড়লো ২ শতাধিক ঘর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে এসআরবি বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবদ, চন্দনপুরা, নন্দনকানন ও চকবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে পৌনের ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে অবস্থান করছে নারী-শিশুসহ হাজারো মানুষ।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল