দক্ষ পরিচালকের স্বীকৃতি পেলেন ডিএনসিসির প্রকৌশলী শরীফ উদ্দিন

দক্ষ পরিচালকের স্বীকৃতি পেলেন ডিএনসিসির প্রকৌশলী শরীফ উদ্দিন

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিনকে দক্ষ ও অভিজ্ঞ প্রকল্প পরিচালকের স্বীকৃতি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকৌশলীর হাতে প্রশংসা পত্র প্রদান করেন।

ডিএনসিসি সূত্র জানায়, গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের দৃষ্টিনন্দন ও সফল সমাপ্তির জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

২১৯ কোটি ৬৭ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের কাজ ১ মার্চ ২০১৫ তারিখে শুরু হয়ে ৩০ জুন ২০১৮ তারিখে শেষ হয়েছে।

এ প্রকল্পের আওতায় ৪৮ কিলোমিটার সড়ক, ২৪ কিলোমিটার পাইপ ড্রেন, ৬২ কিলোমিটার খোলা ড্রেন এবং ৭৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে।

প্রকৌশলী শরীফ উদ্দিনকে দক্ষ ও অভিজ্ঞ প্রকল্প পরিচালকের প্রশংসাপত্র প্রদানকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, ডিএনসিসির সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া প্রমুখ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল