পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

শেখ আহসানুল করিম, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউর রহমান নিহতের ঘটনায় সেই ট্রাকের চালক শেখ তারিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) ভোরে সাতক্ষিরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই গ্রামের আইয়োব আলী শেখের ছেলে। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ট্রাকের ধাক্কায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন।

ওই সময় পুলিশ ট্রাকটি জব্দ করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। পরে ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ট্রাকের চালক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর