পিরোজপুরে চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

পিরোজপুরে চীনা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

ইমন চৌধুরী, পিরোজপুর

পিরোজপুরের বেকুটিয়ায় কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ করছে চয়না রেলওয়ে ১৭ ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠান।

সেতু নির্মাণ কাজে এ প্রতিষ্ঠানে চীনের ৫৭ নাগরিক বিভিন্ন পদে কাজ করছেন। তাদের করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে ও সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।

আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি মেডিকেল টিম পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় সেতু নির্মাণ কাজে নিয়োজিত চীনের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করে।

মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ডা. তারিক আজিজুল্লাহ জানান, সিভিল সার্জনের নির্দেশে চীনাদের সঙ্গে কথা বলে জানা গেল তাদের কোনো সমস্যা নেই। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে তাদের মাস্ক ব্যবহার সহ বিভিন্ন পরামর্শ দিয়েছি। এছাড়া করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালে তাদের জন্য আলাদা বিভাগ খোলা হয়েছে বলেও জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর