প্রশ্নপত্র ফাঁশ নিয়ে প্রিয়তির তিন প্রশ্ন

প্রশ্নপত্র ফাঁশ নিয়ে প্রিয়তির তিন প্রশ্ন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এসএসসি পরীক্ষা শুরু হতেই সেই পুরনো প্রশ্নফাঁসের গুঞ্জন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এর ভিত্তিতে আসল বা নকল যাই হোক- ফেসবুকে প্রশ্নপত্র নিয়ে কোনো পোস্ট দেওয়ায় জড়িতকে ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা দেওয়ার প্রস্তাব করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। এবার এ নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্টারন্যাশনাল বিউটি কুইন ও সাবেক মিস আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আক্তার প্রিয়তি।

নিজের ফেসবুক পেজে আজ রবিবার প্রিয়তি লিখেছেন-

প্রশ্নপত্র ফাঁস নিয়ে জানার আগ্রহ থেকে আমার তিনটি প্রশ্ন:

১। যেখানে প্রশ্ন ছাপানো হয়, সেই জায়গাটা পুরোপুরি সিসি টিভির আওতায় কিনা এবং তাদের (সংশ্লিষ্টদের) মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ কিনা, তাদের ব্যাগ ও শরীর তল্লাশি চালানো হয় কিনা ওই স্থান ত্যাগ করার সময়।

২। যারা প্রশ্নপত্র হ্যান্ডেল করেন, প্রতিবার তাদেরও ব্যাগ ও শরীর তল্লাশি করা হয় কিনা এবং তাদের মোবাইল ওই সময়ের জন্য জব্দ করা হয় কিনা।

৩। জবাবদিহিতা থাকে কিনা যারা দায়িত্বতে থাকেন।

সম্পর্কিত খবর