করোনা ভাইরাস: মাস্কের দাম বাড়ালে ৬ বছরের জেল

করোনা ভাইরাস: মাস্কের দাম বাড়ালে ৬ বছরের জেল

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে বেড়ে গেছে মাস্কের চাহিদা। উন্নত বিশ্ব থেকে উন্নয়নশীল সর্বত্র বিপুল পরিমানে বিক্রি হচ্ছে মাস্ক। দামও রাখা হচ্ছে ইচ্ছামতো। বাংলাদেশে একই মাস্ক কোথাও ৭০ টাকা, কোথাও ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এক বছর আগে যে মাস্ক বিক্রি হয়েছে ৫টাকায়, এখন স্থানভেদে সেগুলো বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়। একই অবস্থা বিশ্বের অন্য দেশগুলোতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার।

আরব-আমিরাত
কোনো দোকানি বাড়তি দামে মাস্ক বিক্রি করলে এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে আরব আমিরাত সরকার।

অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

দক্ষিণ কোরিয়া
করোনা ভাইরাসের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি গুদামজাত করলে বা চড়া দামে বিক্রি করলে ব্যবসায়িদের দুই বছরের জেল খাটতে হবে বলে ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।

ভারত
নিজেদের চাহিদা মেটাতে আপাতাত মাস্ক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার, খবর রয়টার্সের।

বেইজিং
দেশটিতেই করোনা ভাইরাসের শুরু। এক লাফে মাস্কের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। বাড়তি চাহিদা মেটাতে ২৪ ঘন্টা উৎপাদন চালিয়ে যাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান। সেই সঙ্গে দাম বাড়ালে শাস্তির ব্যবস্থা নিচ্ছে দেশটির সরকার। মাস্কের দাম বাড়ানোর দায়ে একটি ফার্মেসিকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ।

ভিয়েতনাম
করোনা ভাইরাস ঠেকাতে মাস্কসহ প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের দাম বৃদ্ধি ঠেকাতে মোতায়েন রয়েছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। গত কয়েক দিনে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তারা দাম বাড়িয়ে মাস্ক বিক্রি করছে এমন বেশ কিছু দোকানিকে হাতেনাতে ধরেছে। এরপর বিভিন্ন ধরণের সাজা দেওয়া হয়েছে।

কম্বোডিয়া
মাস্কের দাম বাড়ানো হলে সর্বোচ্চ ছয় বছর জেল খাটানোর হুমকি দিয়েছে কম্বোডিয়ার স্বাস্থ্যমন্ত্রী। দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এই রকম আরও টপিক