সহপাঠিদের বিক্ষোভের মুখে বাল্য বিয়ে বন্ধ

সহপাঠিদের বিক্ষোভের মুখে বাল্য বিয়ে বন্ধ

অনলাইন ডেস্ক

নোয়াখালীর চাটখিলে উপজেলার বদলকোট দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ফারজানার বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে তার সহপাঠিরা।

আজ বৃহস্পতিবার তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর একটার দিকে তার স্কুলের সহপাঠিরা বিক্ষোভ মিছিল সহকারে স্কুল থেকে দেড় কিলোমিটার দুরে অবস্থিত ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সমাবেশ করতে থাকে। এক পর্যায়ে ছাত্রীদের বিক্ষোভে সমাবেশের মুখে ফারজানার বাবা পালিয়ে যায়।

 

খবর পেয়ে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মাহমুদা কুলছুন মনি ওই ছাত্রীর বাড়িতে গিয়ে হাজির হন। তার সাথে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক সুষমা শারমিন আলপনা ও থানা পুলিশ।

পরে ওই ছাত্রীর মা ও আত্মীয়রা ফারজানাকে ১৮ বছর পূর্ণ না হলে বিবাহ দিবে না মর্মে অঙ্গীকার করলে ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচী স্থগিত করে স্কুলে ফিরে যায়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল