ময়ূরটি দেখতে কৃষকের বাড়িতে ভিড় !

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ময়ূর উদ্ধার

ময়ূরটি দেখতে কৃষকের বাড়িতে ভিড় !

অনলাইন ডেস্ক

পুকুরপাড়ে ময়ূরটিকে একটি কুকুরকে ধাওয়া করতে দেখে কৃষক বাচ্চা মিয়া (৫৫) এগিয়ে যান। এর পর স্থানীয় লোকজনের সহায়তায় ময়ূরটিকে উদ্ধার করে বাড়িতে ফিরে যান। এ সময় মনোমুগ্ধকর ওই ময়ূরটি দেখতে কৃষকের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে পঞ্চগড়ে সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে ময়ূরটিকে উদ্ধার করা হয়।

বাচ্চা মিয়া বলেন, বৃহস্পতিবার বিকালের পর রিকশাভ্যানে আবাদী জমিতে জৈব সার নিয়ে যাচ্ছিলাম। চাকলাহাট এলাকার হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুরপাড়ে ময়ূরটিকে একটি কুকুর ধাওয়া করছিল।

বিষয়টি দেখে কামরুজ্জামানসহ কয়েকজনের সহায়তায় ময়ূরটিকে ধরে বাড়িতে নিয়ে আসি। এত সুন্দর একটি পাখিকে রক্ষা করতে পেরে আমার খুব ভালো লাগছে।

খবর পেয়ে মনোমুগ্ধকর ময়ূর দেখতে তার বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।

পরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে ময়ূরটিকে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ময়ূরটি উদ্ধার করা হয়েছে। এ পাখিটি ভারত থেকে এসেছে বলে মনে হচ্ছে। ধাওয়া খেয়ে এটি বেশ ভয় পেলেও বর্তমানে সুস্থ আছে।

ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল