চারদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায়

চারদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায়

অনলাইন ডেস্ক

উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এর মধ্যে সবচেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়ার অধিবাসীদের। সেখানে টানা চারদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ শনিবারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরাঞ্চলের অধিবাসীদের শীতের একেবারে শেষে এসেও প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নানা রোগে আক্রান্ত হওয়ার হার অনেকাংশে বেড়ে গেছে।

উল্লেখ্য, গত বুধবার তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এরপর বৃহস্পতিবার ৬ দশমিক ৫ ডিগ্রি, শুক্রবার ৭ দশমিক ১ ডিগ্রি ও শনিবার রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর