দিল্লিতে হ্যাট্রিকের পথে কেজরিওয়াল, ভরাডুবি মোদির

দিল্লিতে হ্যাট্রিকের পথে কেজরিওয়াল, ভরাডুবি মোদির

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক করছে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। শনিবার নয়াদিল্লির ভোট শেষে বুথ ফেরত জরিপে বিজেপিকে হারিয়ে ফের কেজরিওয়ালের এএপির ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে।  

অপরদিকে, বুথ ফেরত জরিপে আম আদমি পার্টির এগিয়ে থাকার খবরে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের জরুরি বৈঠকে তলব করেছেন দলটির নেতা অমিত শাহ। খবর আনন্দবাজারের

বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথ-ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে, তার সবকটাতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)।

গতবারের মতো এবারেও প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস।
তবে এই ধরনের সমীক্ষা কখনোই শেষ কথা বলে না। অনেকবার বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলেনি, তাও প্রমাণিত। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম আভাস পাওয়া গেছে।

শনিবার টাইমস নাও যে সমীক্ষা প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, ৭০টি আসনের মধ্যে এবারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।

সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গেছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ২৪-২৮টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।

রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। তাদের দাবি, এ বারে ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে ১টি আসন।

টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, ৫৪টি আসন পেতে পারে আপ। বিজেপি পেতে পারে ১৫টি আসন। ১টি আসন পেতে পারে কংগ্রেস।

ইন্ডিয়া টিভি-র সমীক্ষায় ৪৪টি আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আপ। বিজেপি ২৬টি আসন পেতে পারে বলে দাবি তাদের। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় ৪৪-৬৩টি আসন পেয়ে এগিয়ে আপ। বিজেপি পেতে পারে ৫-১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে ০-৪টি আসন যেতে পারে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস পোলের দাবি, এ বারে কেজরিওয়ালের দল ৫৯-৬৮টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২-১১টি আসন। কংগ্রেসের ঝুলিতে একটিও আসন ঢুকবে না বলে দাবি তাদের।

যদিও বুথ-ফেরত সমীক্ষার ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির মনোজ তিওয়ারি। টুইটারে তিনি লেখেন, ‘কিছু বুথ-ফেরত সমীক্ষায় বলা হচ্ছে বিজেপি নাকি ২৬টি আসন পাবে। ১১ ফেব্রুয়ারি এ সব মিথ্যা প্রমাণিত হবে। ৮টির বেশি আসনে জিতে দিল্লিতে বিজেপিই সরকার গড়বে। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল