বেতন বাড়ল প্রাথমিক সহকারী শিক্ষকদের

বেতন বাড়ল প্রাথমিক সহকারী শিক্ষকদের

অনলাইন ডেস্ক

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড হবে অনুযায়ী হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন দুই ধরনের সহকারী শিক্ষকরাই এ গ্রেডের আওতাভুক্ত।

বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে ও প্রশিক্ষণবিহীন শিক্ষকেরা ১৫তম গ্রেডে বেতন পান।

এ ব্যাপারে আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৩তম গ্রেডে শুরুতে একজন সহকারী শিক্ষকের মূল বেতন হবে ১১ হাজার টাকা। অন্যদিকে প্রধান শিক্ষকদের বেতনও বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেন, প্রধান শিক্ষকদের বেতন নিয়ে উচ্চ আদালতের একটি মামলা চলমান। সে জন্যই প্রধান শিক্ষকদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

এদিকে শিক্ষকদের বেতন বাড়লেও প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা সন্তুষ্ট নন। তাঁরা বলছেন, তাঁদের দাবি অনুযায়ী বেতন বাড়েনি।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্যসচিব ও শিক্ষক নেতা মোহাম্মদ শামসুউদ্দিন বলেন, তাঁদের দাবি হলো- সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে করা এবং প্রধান শিক্ষকদের বেতনের গ্রেড দশম গ্রেডে করা। সে অনুযায়ী না হওয়ায় তাঁরা সন্তুষ্ট হতে পারছেন না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর