নিমিষেই ১০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে

নিমিষেই ১০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

খুলনার কয়রা উপজেলার ২নং কয়রা স্লুইস গেট এলাকায় পাউবো বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। রোববার রাতে শুরু হওয়া ভাঙনে সোমবার পর্যন্ত প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ কপোতাক্ষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হওয়ায় আশঙ্কায় সময় পার করছেন এলাকাবাসী।

কয়রা সদর উপজেলার ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আকস্মিক বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এখানকার মানুষ। যেকোনো সময় নোনা পানি ভাসিয়ে নিয়ে যেতে পারে এলাকার ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি।

স্থানীয়রা জানায়, নদীভাঙন তীব্র আকার ধারণ করায় আইলা বিধ্বস্ত এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

কয়রার মানুষ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের দাবি সবসময় জানিয়ে আসছেন। বর্ষায় ভাঙন শুরু হলে দায়সারা মেরামত হয়। পরে আবার তা’ জোয়ারের পানিতে ভেঙে যায়।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা মশিউল আবেদিন বলেন, ভাঙনের বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফের/তৌহিদ)

সম্পর্কিত খবর