ই-পাসপোর্ট চালুতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম

ই-পাসপোর্ট চালুতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম

অনলাইন ডেস্ক
ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ই-পাসপোর্ট চালু করায় বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১১তম স্থানে রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সকল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-পাসপোর্ট করা হবে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সংসদে সরকার দলীয় এমপি শামসুন নাহারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসব কথা বলেন।