মাটি খুরতেই মিলল ২০২ বছরের পুরানো পিলার

মাটি খুরতেই মিলল ২০২ বছরের পুরানো পিলার

সোহাগ জামান, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ২০২ বছরের পুরোনো সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের ঝিলটুলী এলাকায় জুবলি ট্যাংক পুকুর থেকে এ সীমানা পিলার উদ্ধার করা হয়।

ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু জানান, শহরের জুবলি ট্যাংক পুকুরে জনসাধারনের গোসলের জন্য গত পাঁচ দিন ধরে একটি ঘাটলা তৈরির কাজ চলছিল। পুকুরের ঘাটলা তৈরির জন্য কিছু শ্রমিক অন্য দিনের মতো গর্ত খুরতে গেলে মাটির নিচে ধাতব বস্তুর অস্তিত্ব পায়।

এসময় শ্রমিকেরা ওই ধাতব বস্তুটিকে মাটির নিচ থেকে তুলে পরিস্কার করে পৌর মেয়রকে খবর দেয়। পরে ধাতব বস্তুটি সেখান থেকে ফরিদপুর পৌরসভা চত্বরে নিয়ে যাওয়া হয়।

সরজমিনে গিয়ে দেখা যায় সীমানা পিলারটির গায়ে ১৮১৮ সাল লেখা। তার পাশে দুটি পতাকার চিহ্ন রয়েছে।

এটি লম্বায় প্রায় ২ ফিট ও প্রস্থে ২২ ইঞ্চির মতো। আনুমানিক ওজন ১৫-২০ কেজি। ধারণা করা হচ্ছে এটি ব্রিটিশ আমলের সীমানা পিলার।

এসময় মেয়র আরো জানান, এই পিলার সম্পর্কে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তাছাড়া প্রত্নতত্ত্ব বিভাগকে চিঠির মাধ্যমেও জানানো হবে। তারা এসে পরিক্ষার করে দেখে এটি নিয়ে যেতে চাইলে দিয়ে দেওয়া হবে। আর এটি যদি প্রত্নতত্ত্ব বিভাগের কাজে না লাগে তাহলে ফরিদপুর পৌর সভায় দর্শনার্থীদের জন্য
সংরক্ষণ করে রাখা হবে।

(নিউজ টোয়েন্টিফের/তৌহিদ)

সম্পর্কিত খবর