নিউজ টোয়েন্টিফোর টিমের ওপর সন্ত্রাসী হামলা: সৌদিতে প্রতিবাদ সভা

নিউজ টোয়েন্টিফোর টিমের ওপর সন্ত্রাসী হামলা: সৌদিতে প্রতিবাদ সভা

পুরান ঢাকার নয়াবাজারে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও সিনিয়র চিত্রগ্রাহক শেখ জালালের ওপর হামলাকারী অবৈধ বন্ড সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা হয়েছে সৌদি আরবের রিয়াদে।

মঙ্গলবার রাতে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) এর আয়োজনে রিয়াদের বাথা এনাম কফি হাউজে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এটিএন বাংলা ও আরটিভির সৌদি আরব ব্যুরো প্রধান মোহাম্মদ আবুল বশির।

প্রসাফ'র সাংগঠনিক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরটিভির রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, দপ্তর সম্পাদক সময় টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান, প্রচার সম্পাদক এ.কে আজাদ লিটন, অন্যতম সদস্য বিডিনিউজের সৌদি আরব প্রতিনিধি শেখ লিয়াকত আহমেদ, যমুনা টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, এনামুল হক ভুইয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারে তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।  

উল্লেখ্য, মঙ্গলবার সকালে নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালায় শুল্ক বিভাগ। সে সময় সংবাদ সংগ্রহে নিউজ টোয়েন্টিফোরের টিম যোগ দেয়। অভিযানের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা চালায় অবৈধ বন্ড ব্যবসায়ীরা।

হামলাকারীরা নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ব্যাকপ্যাক ও ক্যামেরা কেড়ে নেয় এবং প্রতিষ্ঠানটির গাড়িও ভা‌ঙচুর করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর