‌‌‌ছেলে করোনা আক্রান্ত গুজব শুনে মায়ের মৃত্যু

‌‌‌ছেলে করোনা আক্রান্ত গুজব শুনে মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- এমন গুজব শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। ছেলের নাম রতন ও মায়ের নাম রেনুকা রপ্তান (৬৫)।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে বিমান রপ্তানের স্ত্রী।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান জানান, রতন বেশ কিছুদিন পূর্বে ভারতে শ্বশুরবাড়িতে বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে পড়েন। সোমবার বাড়িতে ফেরার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান। এ খবর মুহূর্তেই গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নানা কথায় ভয় পেয়ে যান রতনের মা।

এক পর্যায়ে ছেলের শোকে  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।  

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. অজয় কুমার সাহা বলেন, পরীক্ষা-নিরীক্ষায় রতনের শরীরে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা গুজবে মায়ের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর