বকেয়া পরিশোধের দাবিতে জুট মিলের শ্রমিকদের গেট সভা

বকেয়া পরিশোধের দাবিতে জুট মিলের শ্রমিকদের গেট সভা

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

খুলনার বকেয়া মজুরি পরিশোধের দাবিতে গেট সভা করেছে রাষ্ট্রায়ত্ত আলীম জুটমিলের শ্রমিকরা। বুধবার খুলনা-যশোর মহাসড়কের আটরা শিল্পাঞ্চলে এই গেট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলীম জুট মিল সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

শ্রমিকরা বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় শ্রমিকদের ১১ সপ্তাহ ও মিলের কর্মচারীদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে।

অর্থের অভাবে পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন।

তারা অবিলম্বে বকেয়া মজুরি-বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানান।

জানা যায়, আলীম জুট মিলে কর্মরত শ্রমিক-কর্মচারী রয়েছেন ৭২২ জন।

বকেয়া মজুরি-বেতনের পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর