৯৬ ঘণ্টার ফ্রি ভিসা ও হোটেল সুবিধা দিচ্ছে এমিরেট’স
এমিরেটস’র লোভনীয় অফার

৯৬ ঘণ্টার ফ্রি ভিসা ও হোটেল সুবিধা দিচ্ছে এমিরেট’স

অনলাইন ডেস্ক

যাত্রীদের জন্য লোভনীয় অফার দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এমিরেটস। তা হলো- ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা ভ্রমণের পথে দুবাইয়ে যাত্রা বিরতি করলে ৯৬ ঘণ্টার জন্য ফ্রি দুবাই ভিসা এবং দুই রাতের জন্য ফ্রি হোটেল সুবিধা দেওয়া হবে।

সূত্র জানায়, অফারটি পেতে হলে ১১- ২৪ ফেব্রুয়ারির মধ্যে ফ্লাইট বুকিং দিতে হবে। ভ্রমণ করতে হবে ২০ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে।

একই সঙ্গে এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ ভাড়াও অফার করা হচ্ছে। ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন সকল ট্যাক্সসহ রিটার্ণ ভাড়া হবে ৯২৭ মার্কিন ডলার।

ইকোনমি শ্রেণির যাত্রীরা দুবাইয়ের রোভ বা সমমানের কোনো হোটেলে বিনামূল্যে দুইরাত্র যাপনের সুবিধা পাবেন।

প্রথম ও বিজনেস শ্রেণি বা মিক্সড শ্রেণির যাত্রীরা অ্যাড্রেস স্কাই ভিউ বা অ্যাড্রেস ফাউন্টেন ভিউ অথবা সমমানের কোনো হোটেলে অনুরূপ সুবিধা পাবেন।

বরাবরের মতো প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা ড্রাইভারসহ প্রাইভেট গাড়িতে এয়ারপোর্ট ট্রান্সফারের সুবিধা পাবেন।

দুবাই অবস্থানকালে যাত্রীরা অ্যাপ ব্যবহার করে এমিরটস লয়্যালটি প্রগামের মাইল (পয়েন্ট) অর্জন করতে পারবেন। সংযুক্ত আরবে আমিরাতের ১০০০টির অধিক আউটলেট এবং ২৫০টি ব্রান্ডের কোনো কিছু কিনলে তাদের একাউন্টে স্কাইওয়ার্ড মাইল জমা হতে থাকবে। এই মাইল ব্যবহার করে পরে ফ্লাইট আপগ্রেড, এয়ার টিকিট ক্রয়, হোটেল রুম বুকিং ইত্যাদি করাও যাবে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর